ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের অ্যাপস সরিয়ে দিলো গুগল প্লে স্টোর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
তালেবানের অ্যাপস সরিয়ে দিলো গুগল প্লে স্টোর ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী মৌলবাদী গোষ্ঠী তালেবানের অ্যান্ডয়েড অ্যাপস ‘আলেমারা’ সরিয়ে দিয়েছে গুগলস প্লে স্টোর।

পশতু ভাষার কনটেন্টে তৈরি এই অ্যাপসের মাধ্যমেই আফগান আন্দোলনের বিষয়ে বিবৃতি ও ভিডিও প্রচার করে আসছিলো এই জঙ্গি সংগঠনটি।



মঙ্গলবার (০৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পর্যবেক্ষক ওয়েবসাইটের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং নিজেদের নীতি বহির্ভুত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে গুগল প্লে স্টোর কর্তৃপক্ষ।

তবে ১ এপ্রিল থেকে গুগল প্লে স্টোরে অ্যাপসটি না পাওয়ার বিষয়ে মৌলবাদী সংগঠনটি দাবি করছে, কারিগরি ত্রটির কারণে এ সমস্যা হচ্ছে।

অচিরেই এ সমস্য কাটিয়ে ফের অ্যাপসটি চালু করবে তারা।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।