ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসী সংকট ইস্যুতে গ্রিসে যাচ্ছেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
অভিবাসী সংকট ইস্যুতে গ্রিসে যাচ্ছেন পোপ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপে অভিবাসী সংকট ইস্যুতে আগামী ১৪ এপ্রিল গ্রিসে যাচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় খ্রিষ্টান ধর্মীয় নেতা ও ভ্যাটিকান সিটি প্রধান পোপ ফ্রান্সিস।

গ্রিক সরকারের বরাত দিয়ে বুধবার (০৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।



গত বছর গ্রিসের লেসবস ও অ্যাজিয়ান দ্বীপে আশ্রয় নেওয়া হাজার-হাজার শরণার্থী ও অভিবাসীদের খোঁজ-খবর নিতে তিনি দু’দিনের সফরে যাচ্ছ্নে বলে গ্রিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

লেসবস পরিদর্শনকালে পোপ ফ্রান্সিসের সঙ্গে থাকবেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস, দেশটির ধর্মীয় নেতা একুমেনিক্যাল প্যাট্রিয়ার্চ বার্থলোমিউসহ শীর্ষ কর্তারা।

ভূমধ্যসাগরী অঞ্চলের দেশগুলো থেকে উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপে পাড়ি জমানো অভিবাসী ও শরণার্থীদের যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তা খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ক্ষতিক্ষর প্রভাব পড়ছে। আর সেই চিত্র বিশ্বাবাসীর নজরে আনতেই পোপ এ সফরে যাচ্ছেন বলে গ্রিক চার্চের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।