ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিজিতে বন্যা সতর্কতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
ফিজিতে বন্যা সতর্কতা প্রত্যাহার ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজিতে ঘূর্ণিঝড় ‘জেনা’র আশঙ্কায় জারি করা বন্যা সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।

 

এছাড়া ভারী বর্ষণের সতর্কতাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তবে দেশটিতে জারি করা কারফিউ বিষয়ে কিছু বলা হয়নি।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ফিজি ব্রডকাস্টিং করপোরেশনের বরাত দিতে এ তথ্য জানানো হয়।

‍এরআগে সরকারের পক্ষ থেকে দেশটির নিম্নাঞ্চল এবং নাবাসা, নাভুয়া, ওয়াইমানু, সিগাটোকা, বে, ওয়াইনিমালা, নাদি ও টাভ নদী সংলগ্ন এলাকাতে বন্যা সতর্কতা জারি করা হয়।

এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় দেশটিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে দেশজুড়ে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয় বিমান চলাচল।

এর আগে ঘূর্ণিঝড় জেনার প্রভাবে ফিজিতে সোমবার (০৪ এপ্রিল) ও মঙ্গলবার প্রবল বৃষ্টিপাত হয়। এ দু’দিনে দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।