ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ২৫০ জনকে অপহরণ করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
সিরিয়ায় ২৫০ জনকে অপহরণ করেছে আইএস

ঢাকা: সিরিয়ায় আড়াইশ মানুষকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

 

রাজধানী দামেস্কের পূর্বে দিমেইর এলাকার পাশে অবস্থিত ‘বাদিয়াহ’ নামে একটি সিমেন্ট কারখানায় হামলা চালানোর পর স্থানীয় ওই বাসিন্দাদের অপহরণ করা হয় বলে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

দিমেইর এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গত সোমবার (৪ এপ্রিল) দুপুরে ওই সিমেন্ট কারখানায় হামলা চালায় আইএস।

তিনি বলেন, ওই হামলার পর থেকেই সেখানে বসবাসকারী স্বজনদের খোঁজ পাচ্ছি না আমরা। তাদের ব্যাপারে কোনো তথ্যও জানতে পারিনি এখনো।

সিমেন্ট কারখানাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবারের হামলার পর থেকেই সেখানকার ২৫০ জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

একই কথা বলছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।