ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাত্রীবাহী গাড়ি সঙ্গে অপর একটি যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে।

 

রোববার (১০ এপ্রিল) দেশটির হাইওয়ে পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শনিবার (০৯ এপ্রিল) দেশটির স্থানীয় সময় বিকেল ৫টা ৪০মিনিটে জ্যাকসন স্লাগ সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনার কারণে এক মাইল এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।