ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে বি-৫২ বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আইএস দমনে বি-৫২ বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র

ঢাকা: ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে অভিযান আরও কার্যকর করতে এবার পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

 

স্নায়ুযুদ্ধের সময়কার এ বোমারু বিমানটি শনিবার (৯ এপ্রিল) কাতারের মধ্য দিয়ে ইরাক ও সিরিয়ার আকাশে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চার্লস ব্রাউনের বরাত দিয়ে রোববার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

চার্লস ব্রাউন বলেন, এই বোমারু বিমান আইএসের বিরুদ্ধে লড়াইরত পশ্চিমা জোট বাহিনীর আকাশপথের আক্রমণের শক্তিকে আরও বাড়াবে।

আফগানিস্তানে পশ্চিমাদের যুদ্ধের সময় ২০০৬ সালে সবশেষ উড়েছিল এই বি-৫২। তারপর থেকে এটি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রাখা হয়। শনিবার বোমারু বিমানটিকে পাঠানো হলো সিরিয়া-ইরাকের আকাশসীমায়।

তবে, ঠিক কতোটি বি-৫২ পাঠানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে, সংবাদমাধ্যম বলছে, বি-৫২ এর মতো অত্যাধুনিক বোমারু বিমান পাঠানোর অর্থ যুক্তরাষ্ট্র আইএস প্রসঙ্গে নতুন কোনো কৌশল নিয়ে এগোচ্ছে সিরিয়া-ইরাকে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।