ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ৬.৮ ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আফগানিস্তানে ৬.৮ ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়া দিল্লিসহ, পাকিস্তানের বেশ কিছু অঞ্চল।

রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় মাত্রা ৬ দশমিক ৬।

আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে। এতে দিল্লি-কাশমির এবং উত্তরখণ্ডে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬/অাপডেট ১৬৫০
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।