ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শিশু আত্মঘাতী বোমারুর ব্যবহার বাড়িয়েছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
শিশু আত্মঘাতী বোমারুর ব্যবহার বাড়িয়েছে বোকো হারাম ছবি: সংগ্রহীত

ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় শিশুদের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়িয়েছে আফ্রিকার মধ্য উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম।

মঙ্গলবার (১২ এপ্রিল) জাতিসংঘের শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা জানিয়েছে, বোকো হারাম তাদের আত্মঘাতী হামলাগুলোর তিন চতুর্থাংশ ক্ষেত্রেই শিশুদের ব্যবহার করেছে।

যা এখনও অব্যাহত আছে। ক্যামেরুন, নাইজেরিয়া এবং শাদের বিভিন্ন টার্গেটে হামলা চালাতে এসব শিশু আত্মঘাতী বোমারুদের পাঠিয়েছে বোকো হারাম।

জাতিসংঘ বলছে, ২০১৪ সালে চারজন শিশুকে দিয়ে হামলা চালানো শুরু করলেও পরের বছর অর্থাৎ ২০১৫ সাল এবং চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৪৪ জন শিশুকে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করেছে বোকো হারাম।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।