ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পার্টির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
পার্টির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

ঢাকা: নিজের দল রিপাবলিকান পার্টির নেতারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, তার দলের নেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দিতে রাজি নয়।

বুধবার (১৩ এপ্রিল) নিউইয়র্কের টাউন হলে এক আলোচনা সভায় তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা রিপাবলিকান টেড ক্রুজ কলোরাডোতে ভোট ছাড়াই সব ডেলিগেট পুরস্কার পাওয়ার কয়েকদিন পর এ মন্তব্য করলেন ট্রাম্প।

যদিও রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন এই বিতর্কিত নেতা। তারপরও প্রেসিডেন্ট প্রার্থী হতে পর্যাপ্তসংখ্যক ডেলিগেট ভোট তিনি পাবেন না বলেই পর্যবেক্ষকদের ধারণা।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।