ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নরওয়ে উপকূলে ১৪ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
নরওয়ে উপকূলে ১৪ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ঢাকা: নরওয়ের পশ্চিম উপকূল বারগেনের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নরওয়ের পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় এতে ১৪ আরোহী ছিলেন। যদিও দেশটির সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ১৩ আরোহীর কথা বলছে।

প্রাথমিক হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানাতে পারেননি দক্ষিণ নরওয়ের উদ্ধার সমন্বয় সেন্টারের এক মুখপাত্র।

এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত এলাকায় আবহাওয়ার কোনো সমস্যা ছিলনা বলে জানিয়েছে স্থানীয় অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।