ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় তুর্কি বাহিনীর হামলায় ৫৫ জঙ্গি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ৮, ২০১৬
সিরিয়ায় তুর্কি বাহিনীর হামলায় ৫৫ জঙ্গি নিহত 

ঢাকা: সিরিয়ার সীমান্তবর্তী আলেপ্পোতে তুর্কি বাহিনীর হামলায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের ৫৫ সদস্য নিহত হয়েছে।  

স্থানীয় সময় শনিবার (০৭ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরে খবরে এ তথ্য জানানো হয়।

 

খবরে বলা হয়, সিরীয় সেনা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির সময় ৭২ ঘণ্টা বাড়নোর কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটলো।  

এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক মারা যায়নি বলেও জানানো হয়েছে।  

এদিকে সিরিয়ায় আলেপ্পোয় যুদ্ধবিরতির সময়সীমা ৭২ ঘণ্টা বাড়িয়ে সোমবার (০৯ মে) পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।