ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা ফাইটার প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ১২, ২০১৬
চীনা ফাইটার প্লেন বিধ্বস্ত

ঢাকা: চীনের পূর্বাঞ্চলের চেচিয়াং প্রদেশে নৌ বাহিনীর একটি ফাইটার প্লেন ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় প্লেনটির পাইলট সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

বুধবার (১১ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশিক্ষণ মিশনের কর্মসূচি চলার সময় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (১২ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্লেনটি একটি পোশাক কারখানার ভবনের সঙ্গে বিধ্বস্ত হয়। প্রশিক্ষিত পাইলট অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্লেন বিধ্বস্তের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে ওই ফাইটার প্লেনে পাইলট ছাড়া আর কেউ ছিলা না।

কোন প্লেনটি বিধ্বস্ত হয়েছে তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে চীনের নৌবাহিনীতে জে-৭, জে-৮,  রাশিয়ান সু-২৭সহে বেশ কয়েকটি যুদ্ধ প্লেন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ১২, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।