ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়তেই হচ্ছে প্রেসিডেন্ট রৌসেফকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ১২, ২০১৬
ক্ষমতা ছাড়তেই হচ্ছে প্রেসিডেন্ট রৌসেফকে ছবি-সংগৃহীত

ঢাকা: অভিশংসন ইস্যুতে দীর্ঘ ১৭ ঘণ্টা বিতর্ক চলার পর ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটির সিনেটের অধিকাংশ সদস্য প্রেসিডেন্টের অভিশংসন ইস্যুতে তার বিরুদ্ধে ভোট দেওয়ায় ব্রাজিলের এই প্রথম নারী প্রেসিডেন্টের কপাল পুড়লো। সেই সঙ্গে ৬৮ বছর বয়সী বামপন্থী ওয়ার্কার্স পার্টির নেতা রৌসেফের ১৩ বছরের শাসন এখন ইতিহাস হওয়ার পথে|

এর আগে বুধবার (১২ মে) অভিশংসন প্রক্রিয়া বাতিলের দাবিতে ব্রাজিলের সুপ্রিম কোর্টে আবেদন করেন দিলমা রৌসেফ। সিনেটের সমর্থন না থাকায় স্বয়ংক্রিয়ভাবে তার সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতেই হচ্ছে তাকে।

এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট টিমার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। সেন্টার রাইট পিএমডিবি পার্টির এই নেতা নতুন সরকার গঠনের শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। তার নেতৃত্বাধীন নতুন সরকার ব্রাজিলের কয়েক দশকের অর্থনৈতিক মন্দা কাটাতে গুরুত্বের সঙ্গে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন মাইকেল টিমার।

এদিকে, সোমবার (০৯ মে) অভিশংসন নিয়ে এপ্রিলে হওয়া নিম্নকক্ষের ভোটকে নাকচ করে দেন দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার ওয়ালদির মারানহাও। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলেন। বুধবার সিনেটে এ বিষয়ে ভোটের আহ্বান জানানো হলে সিনেটের অধিকাংশ সদস্যরা ভোটে অংশ নিয়ে রৌসেফের বিপক্ষে রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।