ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২ হাজার ক্যাঙ্গারু নিধন করবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
২ হাজার ক্যাঙ্গারু নিধন করবে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় দু’হাজার ক্যাঙ্গারু নিধনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। আগামী সোমবার (১৫ মে) থেকে এ কার্যক্রম শুরু করছে তারা।

 

পরিবেশের ওপর ক্যাঙ্গারুর প্রভাব নিয়ন্ত্রণে সম্প্রতি বার্ষিক এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে (এসিটি) এই কার্যক্রম চালানো হবে।

এসিটি গভর্নম্যান্টের পার্কস অ্যান্ড কনসারভেশনের পরিচালক দানিয়েল ইগলেসিয়াসের বরাত দিয়ে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, প্রশাসন জরুরি ভিত্তিতে পূর্বাঞ্চলের ধূসর রঙা ক্যাঙ্গারু নিধন করতে চাইছে।

দানিয়েল বলেন, আমরা মনে করছি, পূর্বাঞ্চলের ধূসর ক্যাঙ্গারুগুলো স্থানীয় জনপদ ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সেজন্য এই প্রাণির সংখ্যা নিয়ন্ত্রণ করতে চাইছি।

পহেলা আগস্টের মধ্যে এই ক্যাঙ্গারু নিধন কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় একাধিক প্রজাতির ক্যাঙ্গারু রয়েছে। এরমধ্যে লাল ক্যাঙ্গারু তাদের জাতীয় পশু। কিন্তু ধূসর রঙা ক্যাঙ্গারুকে পরিবেশের হুমকি মনে করে বরাবরই সেগুলোকে নিধনে উদ্যোগ নেওয়া হয়। গত দু’বছরে এসিটি এলাকায় নিধন করা হয়েছে প্রায় ৪ হাজার ক্যাঙ্গারু।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।