ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সঙ্গীর ফোন ঘাঁটাঘাঁটি করলে অর্থ ও কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
সঙ্গীর ফোন ঘাঁটাঘাঁটি করলে অর্থ ও কারাদণ্ড ছবি: প্রতীকী

ঢাকা: যদি সঙ্গীর ফোন ঘাঁটাঘাঁটি করে তাতে ‘নজর’ রাখার অভ্যাস থেকে থাকে, তবে সে অভ্যাস ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন সৌদি আরবের আইনজীবীরা। কারণ, স্বামী বা স্ত্রীর অথবা পরিবারের কারও মোবাইল ফোনে অনুমতি ছাড়া ‘নজরদারি’ চালালে ৫ লাখ রিয়াল অর্থদণ্ড এবং এক বছর কারাদণ্ড, অথবা উভয়দণ্ডও হতে পারে।

 

জেদ্দার প্রখ্যাত আইনজীবী খালেদ আল-বাবাতাইন, ইব্রাহীম আল-জামজাইর বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম শুক্রবার (১৩ মে) এ খবর দিয়েছে।

খালেদ সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান আইন অনুসারেই ‘নজরদারি’র সংজ্ঞা ও পরিণতি এমনটি দাঁড়াচ্ছে। এ আইনজীবী জানান, নজরদারির এ আইন ও বিচার প্রযোজ্য হবে স্বামী-স্ত্রী উভয়ের জন্য। একইসঙ্গে প্রযোজ্য হবে পরিবারের অন্য সদস্যদের জন্যও।

আইনজীবী ইব্রাহীম আল-জামজাই বলেন, ফোন সাধারণভাবে দেখা আর বৈদ্যুতিকভাবে তথ্য হাতিয়ে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। তথ্য হাতিয়ে নেওয়াটাই সবার কাছে নজরদারি বলে বিবেচিত হয়।

আইনজীবী খালেদের মতে, নজরদারির মতোই দণ্ড হতে পারে জিম্মি (ব্ল্যাকমেইল) বা চাঁদাবাজির উদ্দেশে তথ্য বা ছবি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।