ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের রাজধানীতে জরুরি অবস্থা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৬
আইএসের রাজধানীতে জরুরি অবস্থা!

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাকায় জরুরি অবস্থা জারি করেছে, এ দাবি মার্কিন সেনা কর্মকর্তাদের।

শনিবার (১৪ মে) মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মার্কিন সেনাবাহিনী জানায়, আইএস বিশ্বাস করে, খুব শিগগিরই তাদের স্বঘোষিত রাজধানী রাকাকে হারাতে হবে। সেই আতঙ্কে তারা এই জরুরি অবস্থা জারি করেছে।

মার্কিন বাহিনী খুব গভীরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ায় সংবাদ ও আইএসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে বলেও জানানো হয়।

সেনাবাহিনীর মুখপাত্র কুল স্টেভ ওয়ারেন বলেন, ‘রাকায় আমরা আইএসকে জরুরি অবস্থা জারি করতে দেখেছি। এর মানে কী? আমরা জানি, তারা হুমকি অনুভব করছে। আর তাদের সেটাই অনুভব করা উচিত। কারণ তাদের দিন শেষ হয়ে যাচ্ছে। ’

সিরিয়ান আরব জোটের সঙ্গে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস আইএস মোকাবেলায় দেশটির পূর্ব –পশ্চিমে রণকৌশল কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। তাদের যুদ্ধের সক্ষমতার ফলে বিভিন্ন এলাকা শক্রমুক্ত হয়ে নিরাপদ হয়ে উঠছে বলেও দাবি করেন ওয়ারেন।

এদিকে, সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, আইএস রাকা শহরের চারপাশ নিজেদের আয়ত্বে নেওয়া চেষ্ট চালাচ্ছে। সেই সঙ্গে বড় ধরনের লক্ষ্য স্থির করে বিমান ও গেরিলা হামলার পরিকল্পনা করছে। এছাড়া, দেশটিতে আইএসের একের পর এক হামলায় অব্যাহত রয়েছে। কয়েকদিন আগেও বাগদাদে জোড়া বোমা হামলার ঘটনায় প্রায় শ’ খানেক মানুষ মারা যান।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।