ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘হিজবুল্লাহ কমান্ডার হত্যায় দায়ী সুন্নি বিদ্রোহীরা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
‘হিজবুল্লাহ কমান্ডার হত্যায় দায়ী সুন্নি বিদ্রোহীরা’

ঢাকা: লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন হত্যার ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সুন্নি বিদ্রোহীদের দায়ী করেছে সংগঠনটি।  

এর আগে শুক্রবার (১৩ মে) সিরিয়ার রাজধানী দামেস্কে বিমানবন্দরের কাছে চালানো এক হামলায় নিহত হন মুস্তাফা আমিনি।

এর পরপরই তার মৃত্যুর বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে সংগঠনটি। প্রাথমিকভাবে এ মৃত্যুর জন্য প্রধান শত্রু ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ।  

শনিবার (১৪ মে) হিজবুল্লাহ’র এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সিরিয়া সঙ্কটে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে হিজুবুল্লাহ। মুস্তাফা বদরেদ্দিনকে ২০১১ সালে সিরিয়ার হিজবুল্লাহ’র সামরিক প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। সেখানে হিজবুল্লাহর সার্বিক দেখভাল করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।