ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৪০ জন।

শনিবার (১৪ মে) বাংলাদেশ সময় দিনগত রাতে অঙ্গরাজ্যের ওয়েব বিভাগে এ দুর্ঘটনা ঘটে।

সেখানকার স্বেচ্ছাসেবক ফায়ার ডিপার্টমেন্ট প্রধান রিচার্ড এ. রেঙ্গেল বলেন, বাসের এই দুর্ঘটনায় প্রায় সব যাত্রীই আহত হয়েছেন। এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিভাগের মুখপাত্র ল্যারি সানচেজ জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ বাস যাত্রীকে পাশের ডক্টরস হসপিটাল, ১৫ জনকে বিভাগীয় মেডিকেল সেন্টার এবং বাকি সাতজনকে ডিমিট কাউন্ট্রি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।