ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় কবরস্থানে সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
রাশিয়ায় কবরস্থানে সংঘর্ষ, নিহত ৩

ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কোতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি কবরস্থানে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দৌড়ে পালানোর সময় গাড়ি চাপায় দুইজনের মৃত্যু হয়।

 

এ ছাড়া এ ঘটনায় আহত ২৩জনকে দেশটির স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

রোববার (১৫ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত খোভানস্কয়ি কবরস্থানে সংগঠিত এ সংঘর্ষে প্রায় দু’শ মানুষ অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ।  এ সময় ৯০ জনের বেশি সংঘর্ষকারীকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।