ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেসের দীর্ঘ শাসন হটিয়ে আসামেও আসছে বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৬
কংগ্রেসের দীর্ঘ শাসন হটিয়ে আসামেও আসছে বিজেপি! তরুণ গাগৈ ও সর্বানন্দ সোনোয়াল

ঢাকা: আসামে একক রাজ চলছিল যেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের। তবে সেই রাজ ভাঙতে শুরু করেছে গেরুয়া বাহিনী।

বিগত জাতীয় নির্বাচনে কংগ্রেসকে নাকানি-চুবানি দেওয়ার পর রাজ্যের নির্বাচনগুলোতেও বিজেপির পতাকা পতপত করে উড়তে দেখা গেছে।

 

এবার বিজেপি পতাকা উড়াতে যাচ্ছে আসাম রাজ্যেও! কংগ্রেসের টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে গড়তে যাচ্ছে ‘গেরুয়া-দুর্গ’! এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে যাচ্ছে নিরঙ্কুশ বিজয়!

 

১৯ মে আসামের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে সোমবার (১৬ মে) প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে (এক্সিট পোল) এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
 
৪ এপ্রিল ও ১১ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় এ বুথফেরত জরিপ চালায় ভারতের আলোচিত গবেষণা সংস্থা ‘সিভোটার’, ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস’, ‘এবিপি’, ‘নিউজ নেশন’ ও ‘চাণক্য’।

১২৬ আসন বিশিষ্ট আসামের বিধানসভায় সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন হয় ৬৪ আসনের।

সিভোটার বলছে, নির্বাচনে বড় চমক দিতে যাচ্ছে বিজেপি। এবার তারা আসন পাচ্ছে ৫৭টি। আর কংগ্রেস পাচ্ছে ৪১টি।

তবে, সিভোটারের চেয়েও এগিয়ে বিজেপিকে সরকার গঠনের মতো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে এবিপি। তারা বলছে, কংগ্রেসের বাজির ঘোড়া মুখ্যমন্ত্রী তরুণ গাগৈকে ধরাশায়ী করে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে ৮১ আসন বাজিমাত করতে যাচ্ছে বিজেপি। আর ৩৩ ‍আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায় নেমে যেতে হবে কংগ্রেসকে।

নিউজ নেশনও সরকার গঠনের মতো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে বিজেপিকে। তারা বলছে, গেরুয়া বাহিনী এবার ৬৫ আসন পেয়ে ক্ষমতা নিতে যাচ্ছে। আর ৪৯ আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।

তবে বিজেপির সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার মতো খবর দিচ্ছে চাণক্য ও ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস।

চাণক্য বলছে, বিজেপি দুই তৃতীয়াংশেরও বেশি অর্থাৎ ৯০ আসন পাচ্ছে। আর কংগ্রেসের ধপাস পতন ঘটছে ২৭ আসনে।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসও প্রায় সমান কথা বলছে। তাদের মতে, গেরুয়া বাহিনীর দখলে যাচ্ছে ৮৬ আসন। আর কংগ্রেসরা নেমে যাচ্ছে ২৯ আসনের বিরোধী দলীয় মর্যাদায়।

তবে এই ‘আগাম ফল’ নিয়ে বেশি উৎসাহ দেখাচ্ছেন না গেরুয়া বাহিনীর সর্বাধিনায়ক সর্বানন্দ।   তিনি অপেক্ষা করছেন চূড়ান্ত ফলাফলের জন্যই।

কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গাগৈও বিশ্বাস করতে চাইছেন না বুথফেরত জরিপের ফল। তিনি বলেন, আমি আসামের মানুষদের বিশ্বাস করি। তারা জানে কীভাবে আমাদের সময়ে উন্নয়ন হয়েছে এখানে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এইচএ/

**আবার মমতার হাতেই বাংলা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।