ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরিবেশ রক্ষায় বন্ধ হলো থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৬
পরিবেশ রক্ষায় বন্ধ হলো থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র

ঢাকা: পরিবেশ রক্ষায় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘কোহ ঠাকাই দ্বীপ’।

মঙ্গলবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জনপ্রিয় এ পর্যটন কেন্দ্রটি থাইলান্ডের ফাং নাগা প্রদেশের সিমিলান ন্যাশনাল পার্কের অংশ।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির অধিকাংশ পর্যটন কেন্দ্র মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকভাবে বন্ধ থাকে। পরবর্তীতে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও ‘কোহ ঠাকাই দ্বীপ’ আর খুলে দেওয়া হবে না।

কারণ হিসেবে দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানটি ৭০ জন পর্যটক ধারণ করতে পারে। তবে  খাবারের দোকান ও ভ্রমণবিলাসী নৌকা নিয়ে মাঝে মাঝে এক হাজারের বেশি পর্যটকের সমাগম ঘটে সেখানে। যা আশপাশের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পর্যটন কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।