ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্স ছাড়লো ‘হারমোনি অফ দ্য সি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ফ্রান্স ছাড়লো ‘হারমোনি অফ দ্য সি’

ঢাকা: সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে শেষমেশ যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ তরী ‘হারমোনি অফ দ্য সি’।

রোববার (১৫ মে) ফ্রান্সের জাহাজ নির্মাণ কারখানায় দীর্ঘ ৩২ মাস মেরামতের পর এটিকে শুভ বিদায় জানিয়েছে এর কর্মচারীরা।

এ সময় সেখানে প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।  

ওইদিন ছোট-খাটো এই ‘ভাসমান শহরটি’ ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের উদ্দেশে যাত্রা শুরু করে।  

‘হারমোনি অফ দ্য সি’র বৈশিষ্ট্য হলো, জাহাজটি এতটাই উঁচু যে আইফেল টাওয়ারের উচ্চতাকেও ছাপিয়ে যায় এটি।  

এছাড়া ১৬ তলা বিশিষ্ট এই জাহাজটি মোট ৫ হাজার ৪০০ জন যাত্রী ও ২ হাজার ১০০ জন কর্মী বহন করতে পারে। সেই সঙ্গে জাহাজটিতে ২০টি খাবারের স্থান, ২৩টি সুইমিং পুলসহ রয়েছে ক্যাসিনো, ১৩০০ আসনের অডিটোরিয়াম আরও অনেক কিছু।  

এছাড়া ১০ হাজার ৫০০ চারাগাছ ও ৫০টি গাছের একটি বাগানও রয়েছে এতে।

জাহাজটি সাউদ্যাম্পটন ছেড়ে ৭ জুন বার্সেলোনা পৌঁছবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।