ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
মায়ানমারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র বারাক ওবামা ও অংসান সুকি

ঢাকা: মায়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও শিথিল করছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ব্যাংকিং, আসবাবপত্র ও খনিজ শিল্পখাতের ১০টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ওয়াশিংটন।

 

এই শিথিলতা কয়েক দশকের সামরিক শাসনের পর মায়ানমারের চলমান রাজনৈতিক সংস্কারের ওপর যুক্তরাষ্ট্রের সহযোগিতারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বুধবার (১৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার খবর দিয়েছে। খবরে বলা হচ্ছে, ওই ১০টি কোম্পানিই রাষ্ট্রীয়। তবে, এখনই সামরিক বাহিনীর সংশ্লিষ্ট কোনো খাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না।

৫০ বছরের ইতিহাসে বার্মা নামে পরিচিতি মায়ানমারে চলতি বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠিত হয়। এই সরকারের কেন্দ্রে রয়েছেন দেশটির নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুকি। সুকি’র সরকারকে বরাবরই সহযোগিতা করে আসার কথা জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।