ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী প্লেন ‘নিখোঁজ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী প্লেন ‘নিখোঁজ’

ঢাকা: প্যারিস থেকে কায়রো অভিমুখী ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহী প্লেন ‘নিখোঁজ’ হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্র বহনকারী প্লেনটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে স্থানীয় সময় বুধবার (১৮ মে) রাত পৌনে ১১টায় ইজিপ্ট এয়ারের ফ্লাইট এমএস৮০৪ উড্ডয়নের শিডিউল ছিল। এরপর রাত ১১টা ০৯ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে।

রাত পৌনে ৩টার দিকে ৩৭ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় রাডারের সঙ্গে ফ্লাইটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে ফ্লাইটির কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের শিডিউল ছিল।

মিশরের আকাশে প্রবেশের মাত্র ১০ মিনিট পর এ ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষ।

প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬/আপডেট: ০৯৪৬ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।