ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মমতাকে অভিনন্দন মোদির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
মমতাকে অভিনন্দন মোদির

ঢাকা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে থাকায় ‘দিদি’ মমতাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

মমতার অফিসিয়াল বরাবর করা ওই টুইট বার্তায় মোদি লেখেন, ‘মমতার সঙ্গে কথা বলেছি।

তাকে অভিনন্দন জানিয়েছি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্বে তার প্রতি শুভ কামনা রইলো’।

এ সংবাদ লেখা পর্যন্ত ওই টুইটে ৪৪২টি রি-টুইট হয়েছে। এছাড়া লাইক পড়েছে ৮৫৬টি।

বিধানসভার ২৯৪ আসনের প্রায় সবগুলোরই আংশিক ফলাফলে তৃণমূল এগিয়ে রয়েছে। তারা বিজয়ী হতে চলেছে ২১১ আসনে। আর ৭২টি আসনে এগিয়ে আছে বামপন্থি সিপিএম ও জাতীয় কংগ্রেস জোটের প্রার্থী। এছাড়া, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে ৭টি আসনে এবং অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে ৪টি আসনে।

**জয়ললিতাকেও অভিনন্দন জানালেন মোদি

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।