ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে ১১৮, ডিএমকে ৮৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে ১১৮, ডিএমকে ৮৬

ঢাকা: ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল এসেছে। বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে ২০৪টির ফলাফল।

এরমধ্যে ১১৮টিতে বিজয়ী হয়েছে জয়ললিতার আম্মা’র অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনিত্রা কাঝাগম-এআইএডিএমকে আর ৮৬টিতে করুণানিধির ডিএমকে (দ্রাবিড় মুনিত্রা কাঝাগম) জোটের প্রার্থীরা। তবে ডিএমডিকে ও অন্যান্যগুলো কোনো আসন লাভ করতে পারেনি।

***তামিলনাড়ুতে স্পষ্ট এগিয়ে জয়ললিতা

বাকি আসনগুলোর মধ্যে ১৪টিতে এগিয়ে রয়েছে এআইএডিএমকে; ডিএমকে এগিয়ে ১৩টিতে। মূলত লড়াইটা এখানে এআইএডিএমকে আর ডিএমকের মধ্যে লক্ষ্য করা গেলেও পূর্বের জরিপের মতো জয়ললিতার এআইএডিএমকেই সংখ্যাগরিষ্ঠতা পেলো।

বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) একযোগে রাজ্যে ভোট গণনা শুরু হয়। গণনা শুরুর বেশ কয়েক ঘণ্টা পর আংশিক গণনার আপডেট আসতে থাকে। মূলত এ বিধানসভাতেই ফলাফল আসতে একটু দেরি হয়। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ফলাফলে পাওয়া গেছে এসব তথ্য।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬/আপডেট ১৪৩৬, ১৫৫৬, ১৭০০,  ১৭৩০, ১৮১২
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।