ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলেকজান্দ্রিয়া উপকূলে মিললো বিধ্বস্ত ইজিপ্ট প্লেনটির ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ২০, ২০১৬
আলেকজান্দ্রিয়া উপকূলে মিললো বিধ্বস্ত ইজিপ্ট প্লেনটির ধ্বংসাবশেষ

ঢাকা: রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী বিধ্বস্ত প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী।

দেশটির আলেকজান্দ্রিয়া উপকূল থেকে ২৯০ কিলোমিটার দূরে প্লেনটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে বাহিনীটি।

ইজিপ্ট সেনাবাহিনীর এক মুখপাত্র ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২০ মে) বিকেলে দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৯ মে) প্রথমে প্লেনটি নিখোঁজ এবং পরে বিধ্বস্ত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে ৬৯ আরোহী নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে কায়রো অভিমুখী ইজিপ্ট এয়ারের এমএস৮০৪ ফ্লাইটটির রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে এক টুইট বার্তায় জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মে) স্থানীয় সময় রাত ১১টা ০৯ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় প্যারিস থেকে কায়রো অভিমুখী ইজিপ্ট এয়ারের এমএস৮০৪ ফ্লাইটটি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২০, ২০১৬/আপডেট: ১৭১৫ ঘণ্টা

টিআই

** ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী প্লেন ‘নিখোঁজ’
** গ্রিসের দ্বীপপুঞ্জে খোঁজ মেললো বিধ্বস্ত প্লেনটির!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।