ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ২১, ২০১৬
ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৪

ঢাকা: ভারতের হিমাচল প্রদেশের পার্বত্য জেলা চাম্বায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩১ জন।

শনিবার (২১ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাসটি হিমাচল প্রদেশের স্যাঙ্ঘনি থেকে ডালহৌসি জেলার দিকে যাচ্ছিলো। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলে সাতজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও সাতজন।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২১, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।