ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সামরিক বাহিনীর গাড়ি বহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ২১, ২০১৬
আফগানিস্তানে সামরিক বাহিনীর গাড়ি বহরে বোমা হামলা

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশে বিদেশি সামরিক বাহিনীর গাড়ি বহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাততের খবর পাওয়া যায়নি।

কারা এই হামলা চালিয়েছে সেটাও জানা যায়নি।

শনিবার (২১ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশটির বাগরাম জেলার কালা-ই-নাসরো এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে প্রাদেশিক সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা এক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সিদ্দিকি নামে ওই মুখপাত্র জানান, বিদেশি সামরিক বাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২১, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।