ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে দুই ট্রাফিক পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
করাচিতে দুই ট্রাফিক পুলিশকে গুলি করে হত্যা

ঢাকা: পাকিস্তানের করাচিতে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে প্রকশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

এতে বলা হয়েছে, আয়েশা মঞ্জিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আর অারেকজনকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান।

তাদের দুইজনকেই একাধিক গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান পুলিশের উপ-মহা পরিদর্শক-ডিআইজি (পশ্চিম) ফিরোজ শাহ জানিয়েছেন, আয়েশা মঞ্জিল ট্রাফিক স্টেশনে চারজন দায়িত্ব পালন করছিলেন। দুইজন নামাজ পড়তে গেলে বাকি দুইজন রয়ে যান। এ সময় তাদের গুলি করে, হত্যা করা হয়। দুইজনকেই ঘাড়ে গুলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, মে ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।