ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ১ ঘণ্টায় ৩ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ২২, ২০১৬
চীনে ১ ঘণ্টায় ৩ ভূমিকম্প

ঢাকা: চীনের গিয়েনকার এবং এর পার্শ্ববর্তী এলাকা জিগারে এক ঘণ্টায় মাঝারি মাত্রার তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনগুলোর মাত্রা ছিলো যথাক্রমে ৪ দশমিক ৫ এবং দু’বার ৫ দশমিক ১।

তবে প্রাথমিকভাবে ভূমিকম্পগুলো থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২মিনিট থেকে ৮ টা ০৫মিনিট সময়ের মধ্যে কম্পনগুলো অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির গিয়েনকার এলাকা থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে ১৬ মিনিটে একই স্থানে ৪.৫ ও ৫.১ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পন দু’টির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি. গভীরে।

৫.১ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে গিয়েনকারের পার্শ্ববর্তী এলাকা জিগার থেকে ৩৪ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে। তৃতীয় ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি. গভীরে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরএইচএস

***তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।