ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৬
কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ নিহত

ঢাকা: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের শীনগর শহরে বন্দুকধারীদের পৃথক দু’টি গুলির ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) রাতে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটির পুলিশের সিনিয়র কর্মকর্তা গোলাম হাসান জানান, ‘দুইটি পৃথক জঙ্গি হামলায় তিন পুলিশ নিহত হয়েছেন। ’

বিদ্রোহী গোষ্ঠী ‘হিজবুল মুজাহিদিন’ এই হামলার দায় শিকার করলেও পুলিশ এ বিষয় কিছু নিশ্চিত করেনি। তবে এটি আত্মঘাতী হামলা ছিলো বলে জানায় পুলিশ।

এর আগে ২০১৩ সালের জুন মাসে শীনগরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় আট সেনা নিহত হন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।