ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সানা বিশ্ববিদ্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
সানা বিশ্ববিদ্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২

ঢাকা: ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ের কাছে বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হঠাৎ করেই বোমা বিস্ফোরিত হয়। এতে রাস্তার পাশে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান। অাহত হন অারও দুইজন।

নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান নিরাপত্তা কর্মীরা।

এদিকে, ঘটনার সময় হুথিদের একটি অনুষ্ঠান চলছিল। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।