ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আদালত কর্মীদের বহনকারী একটি গাড়িতে  আত্মঘাতী বোমা হামলা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ মে) আফগানিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বুধবারের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এ হামলার কিছুক্ষণ পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান জঙ্গি গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আরএইচএস/আরআই  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।