ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

ঢাকা: পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্দুকধারীদের গুলিতে তিন আধাসামরিক সেনা নিহত হয়েছেন।

বুধবার (২৫ মে) দেশটির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্বাস মাজেদ মারওয়াতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আব্বাস জানান, বুধবার সকালে প্রদেশটির পেশোয়ার এলাকার কাছাকাছি আধাসামরিক বাহিনীর সৈন্য বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালান বন্দুকধারীরা। হামলার সময় তারা মোটরসাইকেল ব্যবহার করেন। এ সময় তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান।

প্রাথমিকভাবে বন্দুকধারীদের পরিচয় জানা যায়নি এবং এ হামলার কেউ দায়ও স্বীকার করেনি।

পাখতুনখাওয়া প্রদেশের ওই এলাকাটি আফগান তালেবানদের শক্ত আস্তানা হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।