ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৭ ঘণ্টা আকাশে উড়লো সৌরবিদ্যুৎচালিত প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
১৭ ঘণ্টা আকাশে উড়লো সৌরবিদ্যুৎচালিত প্লেন ছবি-সংগৃহীত

ঢাকা: এবার কী তাহলে মহাকাশ ভ্রমণে নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। অন্তত ফুয়েলহীন প্লেন উড্ডয়ন ও সফল অবতরণ সেটারই জানান দিচ্ছে।

সৌরবিদ্যুৎচালিত ‘সোলার ইমপালস ২’ নামে একটি প্লেন ১৭ ঘণ্টা আকাশে উড়ে সফল অবতরণ করে বিশ্ব রেকর্ড করেছে। বৃহস্পতিবার (২৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

কোনো ফুয়েল ব্যবহার না করে শুধু নবায়নযোগ্য জ্বালানি (সৌর বিদ্যুৎ) কাজে লাগিয়ে উড্ডয়ন ও সফল অবতরণ বলে ‘সোলার ইমপালস ২’। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমবারের আকাশে উড়েছিলো প্লেনটি। তবে এবার দীর্ঘ ১৭ ঘণ্টার মহাশূন্য ভ্রমণ শেষে সফল অবতরণ করে বিশ্বরেকর্ড করেছে বলে দাবি করছেন ‘সোলার ইমপালস ২’ এর গবেষক ও বিজ্ঞানীরা।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় যুক্তরাষ্টের অহিও রাজ্যের ডেটন থেকে ‘সোলার ইমপালস ২’ উড়াল দেয়। মহাশূন্য ভ্রমণ শেষে প্লেনটি বৃহস্পতিবার রাত ৮টা ৪৯ মিনিটে লিহাই ভ্যালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। সুইস পাইলট বারট্রান্ড পিচার্ড প্লেনটির উড্ডয়ন, পরিচালনা ও সফল অবতরণে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।