ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘পরিবার পরিকল্পনা গ্রহণ উচিৎ নয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
‘পরিবার পরিকল্পনা গ্রহণ উচিৎ নয়’ ছবি: সংগৃহীত

ঢাকা: জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা গ্রহণ করা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

একই সঙ্গে অধিক সন্তান নিতে মুসলমান জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

সোমবার ইস্তাম্বুলে একটি টিভির লাইভ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এরদোগান বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ বংশধর বৃদ্ধি করবো।

পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা (পশ্চিমা দেশ) জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জন্মনিয়ন্ত্রণের কথা বলে। কিন্তু কোনো মুসলিম পরিবারের এ ধরনের পথ অনুসরণ করা উচিৎ নয়। ’

তুর্কি নারীদের আহ্বান জানিয়ে রক্ষণশীল একে পার্টির এই নেতা বলেন, সুশিক্ষিত ভবিষ্যৎ মায়েদের উদ্দেশ্য করে বলছি, জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার না করে আমাদের জনসংখ্যার অব্যাহত বৃদ্ধি নিশ্চিত করতে হবে।

‘আল্লাহর ইচ্ছার ওপর কারও হাত নেই। এক্ষেত্রে আমাদের মায়েদের ওপরই প্রথম দায়িত্ব বর্তায়,’ বলেন তিনি।

গত সপ্তাহে পাকিস্তানেও জন্মনিয়ন্ত্রণ পণ্যের বিজ্ঞাপণ নিষিদ্ধ করে দেশটির সরকার। যদিও প্রতিদিনই জনসংখ্যা বেড়েই চলছে পাকিস্তানে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।