ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘শিকারে ব্যর্থ’ ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
‘শিকারে ব্যর্থ’ ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

শিকারে এসে আটকা পড়লো ২০ ফুট লম্বা একটি অজগর। এসময় কেউ কেউ মেরে ফেলতে উদ্যত হলেও শেষ পর্যন্ত ‘শিকারে ব্যর্থ’ অজগরটিকে তার জন্য নির্ধারিত স্থান বনেই মুক্ত করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে মল্লিক শোভা নামে একটি গ্রামের বাসিন্দারা শুনতে পান, দীর্ঘাকৃতির একটি অজগর একটি ছাগলকে গিলতে চেষ্টা করছে। এসময় কৌতুহলী গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কি করবেন কিছু না বুঝে কাছাকাছি বিন্নাগুড়ি ফরেস্ট অফিসারকে ফোন করেন।

ফরেস্ট অফিসার নারায়ণ কর ঘটনাস্থলে ছুটে এসে বন্যপ্রাণী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ততক্ষণে স্থানীয়রা ছাগলটিকে অজগরের ‘ভোজ’ থেকে রক্ষা করেছেন ঠিকই, কিন্তু ছাগলটি তখন মৃত।

এরপর স্থানীয়রা অজগরটিকে একটি দঁড়ি দিয়ে বেঁধে সাইকেলে করে পাশ্বর্তী সোনাখালি বনে অবমুক্ত করেন।

দীঘাকৃর্তী প্রজাতির অজগরটি ‘বার্মিজ রক পাইথন’ বলে জানান ফরেস্ট অফিসার নারায়ণ কর।

ছাগলের মালিক রুহুল আমিন বলেন, এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে অজগরের কবলে আমাদের অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।