ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে ১০ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সেন্ট্রাল আনাতোলিয়ান প্রদেশে একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ক’জন।

 

শুক্রবার (১০ জুন) সকালে প্রদেশের ইরেগলি জেলার কোনইয়া শহরে এ সংঘর্ষ হয়। প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, মিনিবাসটি কৃষি শ্রমিকদের নিয়ে তাদের কর্মস্থলে যাচ্ছিল। পথে ইরেগলি জেলা শহর- কোনইয়া শহর সড়কে ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। এ ঘটনার তদন্ত শুরু করেছেন প্রশাসনিক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।