ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিক্ষকদের জিন্স পরতে মানা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬
শিক্ষকদের জিন্স পরতে মানা!

ঢাকা: বিদ্যালয়ের পাঠ্যসূচিতে গীতা অন্তর্ভুক্তের পর এবার ভারতের হরিয়ানার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জিন্সের প্যান্ট পরা নিষিদ্ধ ঘোষণা করেছে বিজেপি শাসিত রাজ্য সরকার।

সম্প্রতি এ নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরের পরিচালক আরএস খারাব।

 

শনিবার (১১ জুন) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পরিচালক খারাব জানান, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যাওয়ার পাশাপাশি শিক্ষকরা পরিচালকের দফতরে কোনো কাজে আসলেও জিন্স পরে আসছেন। যা ঠিক নয়।

এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব পিকে দাস বলেন, ওড়িষাসহ বেশ কয়েকটি রাজ্যে শিক্ষকদের জন্য নির্ধারিত পোশাক রাখা হয়েছে। যেমন- পুরুষ শিক্ষকদের জন্য কালো প্যান্ট ও নীল শার্ট এবং নারী শিক্ষকদের জন্য কালো ব্লাউজ ও গোলাপি রঙের শাড়ি।
 
তবে রাজ্যের অধিকাংশ শিক্ষকই সরকারের এ সিদ্ধান্তে অসন্তুষ্ট। কারণ রাজ্যের ৫০ হাজার শিক্ষকের মধ্যে ৫০ শতাংশেরই বয়স ৪০ বছরের নিচে। তারা জিন্স পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিষয়টি নিয়ে কথা বলতে শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার শরণাপন্ন হবেন হরিয়ানা স্কুল শিক্ষক সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।