ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরো ফুটবল-২০১৬

রুশ-ইংলিশ ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
রুশ-ইংলিশ ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ফুটবল-‍২০১৬’র  ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যকার প্রথম ম্যাচকে কেন্দ্র দু’দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

টানটান উত্তেজনার মধ্যদিয়ে নাটকীয়ভাবে ১-১ গোলে ম্যাচটি ড্র হলে সংঘর্ষটি বাধে। খেলার আগেও এক দফায় সংঘর্ষ হয় খবরে বলা হয়।

শনিবার (১১ জুন) রাতে ফ্রান্সের মার্সেই স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনা ঘটে বলে ফরাসি পুলিশের বরাত দিয়ে রোববার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। পরে সেই সংঘর্ষ স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, খেলা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে উত্তেজিত রুশ-ইংলিশ সমর্থকদের সংঘর্ষ বাধে। পরে ফরাসি পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।