ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালি উপকূল থেকে ১২৩০ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
ইতালি উপকূল থেকে ১২৩০ অভিবাসী উদ্ধার

ঢাকা: ইতালির সমুদ্র উপকূল থেকে ১২৩০ অভিবাসীকে উদ্ধার করেছে সে দেশের কোস্টগার্ডের সদস্যরা।

রোববার দেশটির সিসিলি প্রণালী এবং উত্তর আফ্রিকা সমুদ্র উপকূলে ৯টি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড থেকে বলা হয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে একটি মৃতদেহ ছিল।

এনিয়ে গত ৪দিনে সমুদ্র থেকে চার হাজারেও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। শনিবারও পৃথকভাবে ১১টি অভিযান চালিয়ে ১৩৪৮ অভিবাসীকে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।