ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভাল্লুকের আক্রমণে ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
ভাল্লুকের আক্রমণে ৪ জনের প্রাণহানি

ঢাকা: জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ভাল্লুকের আক্রমণে প্রাণহানি হয়েছে চারজনের। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

যাদের বয়স ৬৫ থেকে ৭৯ বছরের মধ্যে।

গত তিন সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

জাপানের কাজুনো পুলিশ স্টেশনের মুখপাত্র নবোরু আবুকাওয়া জানান, এক বা একাধিক ভাল্লুকের কামড়ে ও আঁচড়ে চারজন মারা গেছেন।

গত পাঁচবছরে কাজুনো শহরে ভাল্লুকের আক্রমণে এমন মৃত্যুর ঘটনা এটাই প্রথম বলেও জানান তিনি।

পুলিশ হেলিকপ্টার যোগে অনুসন্ধান চালিয়ে নিহতদের মরদেহের সন্ধান পায়। আকস্মিকভাবে ভাল্লুকের এমন হিংস্র থাবা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি পুলিশ।

এদিকে, গত শুক্রবার একটি ক‍ালো নারী ভাল্লুককে গুলি করে হত্যা করেছে স্থানীয় শিকারিরা।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।