ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় মারা গেছেন আইএস প্রধান বাগদাদি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
 মার্কিন বিমান হামলায় মারা গেছেন আইএস প্রধান বাগদাদি!

ঢাকা: সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর প্রধান নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আইএস এর কথিত সংবাদ সংস্থা ‘আল-আমাক’ এর বরাত দিয়ে এমনটি জানায় তারা।

প্রতিবেদনটিতে জানানো হয়, রমজানের পঞ্চম দিন আইএস এর দখল করা ভূখণ্ডের রাজধানী সিরিয়ার রাক্কায় মার্কিন বিমান বাহিনীর হামলায় বাগদাদি নিহত হন।  তবে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।  

কয়েকদিন আগে ইরাকের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছিলো, আইএস ঘাঁটি মসুল থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে মার্কিন জোটের বিমান হানায় গুরুতর আহত হয়েছেন বাগদাদি।

তারা আরও জানায়, মার্কিন বিমান হামলার আশঙ্কায় গত ছ’মাস ধরে মসুল এবং এর আশপাশেই এক স্থান থেকে অন্য স্থানে ঘোরাফেরা করছিলেন আইএস প্রধান বাগদাদি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।