ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান সেনাদের গুলিতে পাকিস্তানি মেজর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আফগান সেনাদের গুলিতে পাকিস্তানি মেজর নিহত

ঢাকা: আফগানিস্তান ও পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং পয়েন্টে আফগান সেনাদের গুলিতে আলী জাওয়াদ নামে পাকিস্তানি এক মেজর নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলির ঘটনায় আফগান এক সৈন্যও নিহত হন।

এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।

মঙ্গলবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। তবে ঠিক কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

খবরে বলা হয়, পাকিস্তান ও অফগানিস্তনের তোর্খাম সীমান্তে ক্রসিং পয়েন্টে সোমবার (১৩ জুন) দু’দেশের সৈন্যদের মধ্যে গুলি চলার সময় পাকিস্তানি মেজর আলী জাওয়াদ আহত হলে তাকে পেশোয়ারে সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে রোববার থেকে উভয় দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু। যা দফায়-দফায় চলে। মঙ্গলবার সকালেও সংর্ঘষের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৬/আপডেট: ১৭৩০ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।