ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের ৭১তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জাতিসংঘের ৭১তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

ঢাকা: সর্বসম্মতভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর আগে ইউএনজিএ এবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের প্রার্থিতার প্রতি এশিয়া-প্যাসেফিক গ্রুপ (এপিজি) সমর্থন জানায়।



নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশসহ মোট ১৫টি দেশকে বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে আগামী অধিবেশনের জন্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এবারের অধিবেশন চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

ইউএনজিএ’র আসছে ৭১তম অধিবেশনের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন। পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান প্রেসিডেন্ট ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।