ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পুড়িয়ে মারা হলো ৫০ কুকুরকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ভারতে পুড়িয়ে মারা হলো ৫০ কুকুরকে

ঢাকা: গৃহস্থের অন্যতম বিশ্বস্ত প্রাণী হলো কুকুর। আর এই কুকুরকে জীবন্ত পুড়ে প্রাণ দিতে হলো ভেড়া ও ছাগলকে আক্রমণের দায়ে।

তাও একটি দু’টি নয়, ৫০টি কুকুরকে।

এমন অমানবিক ঘটনা ঘটেছে ভারতের তামিল নাড়ুর কেঝামুড় গ্রামে।  

বুধবার (১৫ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। ঘটনাটি চলতি মাসের ৫ তারিখে ঘটলেও বিষয়টি সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের লোকজন কুকুরগুলোকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অজ্ঞান করে। পরে সেগুলোকে পুড়িয়ে মেরে ফেলে।

গ্রামের কিছু লোকের দাবি, স্থানীয় কিছু কুকুর সেখানকার কিছু ভেড়া ও ছাগলকে আক্রমণ করে। এতে আহত হয় কিছু ভেড়া ও ছাগল। পরে সেগুলো মারা যায়।  

এরই প্রতিশোধ হিসেবে ওই কুকুরগুলোকে মারা হয় বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন একজন স্থানীয় পশু বিশেষজ্ঞ। এ সময় বিষয়টি নিয়ে গ্রাম প্রধানের সঙ্গে কথা বলতে চাইলে তারা বিষয়টি সরাসরি অস্বীকার করেন। পরে এ ঘটনায় জড়িত কয়েকজনকে আসামি করে মামলা করেন ওই পশু বিশেষজ্ঞ।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।