ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৭০

ঢাকা: সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে যৌথভাবে ব্যাপক গোলাবর্ষণ করেছে সিরিয়ার বাশার আল আসাদ বাহিনী এবং রুশ বিমান বাহিনী।  এতে গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন অন্তত ৭০ জন।

বুধবার (১৫ জুন) মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এছাড়া বিদ্রোহীদের হটিয়ে আলেপ্পোর জয়তান এবং খালাসা গ্রামটি আবার পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাশার আল আসাদের বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।