ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঋণ নিতে বন্ধক রাখতে হবে গ্রহীতার নগ্ন ছবি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ঋণ নিতে বন্ধক রাখতে হবে গ্রহীতার নগ্ন ছবি!

ঢাকা: ইন্টারনেট ভিত্তিক একটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে ঋণ নিতে গিয়েছিলেন কলেজ পড়ুয়া কিছু ছাত্রী। বন্ধক হিসেবে কোনো জমি-সম্পত্তি বা অন্য কিছু না চাইলেও প্রতিষ্ঠানটি চাইলো ওই ছাত্রীদের এক কপি আইডি কার্ড এবং সে সঙ্গে তাদের নগ্ন কিছু ছবি! 

সম্প্রতি এমনটি ঘটেছে চীনে।

 

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক সাউদার্ন মেট্রোপলিস এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীরা জানায়, তাদের একজন ৫৫ হাজার ইয়েন ঋণের আবেদন জানালে ওই প্রতিষ্ঠান থেকে গ্রান্টার হিসেবে তার আইডি কার্ডের এক কপি ছবির সঙ্গে নগ্ন ছবি চাওয়া হয়।  

ওই প্রতিষ্ঠান থেকে বলা হয়, ঋণগ্রহণকারী যদি ঋণ পরিশোধ করতে অক্ষম হন তাহলে তার এই নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। এরপরই ওই ছাত্রী পুলিশের কাছে অভিযোগ জানালে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।