ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কারখানার ভেজাল খাবার খেয়ে হাসপাতালে ১৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
চীনে কারখানার ভেজাল খাবার খেয়ে হাসপাতালে ১৭০

ঢাকা: চীনের সাংহাই নগরীর একটি আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় ভেজাল খাবার খেয়ে ১৭০ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বুধবার (১৫ জুন) নগরীর বাওশান শহরতলীর তাইয়্যি কোম্পানি লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ জুন) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, কারখানাটির ক্যান্টিনে তৈরি খাবার খেয়ে ওই কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাওশান মার্কেট সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ব্যুরো জানায়, ওই ক্যান্টিনের খাবারে ভেজাল ছিল। প্রাথমিক তদন্তে বিষয়টি স্পষ্ট হয়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিক থেকে অসুস্থ কর্মীদের একইসঙ্গে ডায়রিয়া ও বমি হচ্ছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।